১৪ আগস্ট, ২০২২ ২২:২৭

৬৭ বোতল ফেনসিডিল রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

৬৭ বোতল ফেনসিডিল রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

মামলা দায়েরের ৭ বছর পরে ৬৭ বোতল ফেনসিডিল রাখার দায়ে আসামি আব্দুর রাজ্জাক ওরফে ইমন নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। সাজাপ্রাপ্ত ইমন কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামের নুর ইসলামের ছেলে।

আজ রবিবার বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিক হোসেন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ মার্চ রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে ৬৭ বোতল ফেনসিডিলসহ আসামি আব্দুর রাজ্জাক ওরফে ইমনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আসামি ইমনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য-জেরা ও যুক্তি-তর্ক শেষে বিচারক আসামি আব্দুর রাজ্জাক ওরফে ইমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 

অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি অ্যাডভোকেট এই তথ্য নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর