জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোকে 'গরু মেরে জুতা দান' বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সোমবার রাত ১টার পর থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে কমাচ্ছে সরকার। ৪০ টাকা দাম বাড়িয়ে ৫ টাকা ডিসকাউন্ট প্রদান, গরু মেরে জুতোদান ছাড়া আর কিছু নয়।
সোমবার দলের কেন্দ্রীয় কমিটির সভায় এই মন্তব্য করেন তিনি। মান্না বলেন, জনগণের জন্য ভর্তুকি না বাড়িয়ে সরকারি প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করাতে চায় সরকার। এটি জনগণের সাথে নিছক তামাশা বৈকি। এর কারণ সরকারের হাতে টাকা নেই, প্রয়োজনীয় কিছু কেনার যথেষ্ট ডলার নেই। জোর করে ক্ষমতা দখল করে দুর্নীতি ও লুটপাট করে আজ দেশকে বড় অর্থসঙ্কটে ফেলে দিয়েছে সরকার।
তিনি আরও বলেন, জনগণের ক্রয়ক্ষমতাকে বিবেচনা না করে গত ৬ আগস্ট ৮৯ টাকার অকটেনে ৪৬ টাকা, ৮৭ টাকার পেট্রোলে ৪৪ টাকা, ৮০ টাকার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা দাম বাড়ায় সরকার। প্রতি লিটারে ৫০ শতাংশেরও বেশি দাম বাড়িয়ে আজ প্রায় ৩% দাম কমানোর ঘোষণা করেছে জুলুমবাজ সরকার।
বিডি-প্রতিদিন/শফিক