রংপুর র্যাবের সদস্যরা আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার ভোর রাতে ডাকাতির সময় দিনাজপুরের একটি ইটভাটা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে রংপুর র্যাব-১৩ কার্যালয়ে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস এসব তথ্য জানান।
তিনি বলেন, ৩০ আগস্ট দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত দিনাজপুর জেলার কাহারোল থানাধীন প্রীতি বাজার এলাকায় মেসার্স এ এ ব্রিকস নামে ইট ভাটায় নৈশপ্রহরীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে মারধরসহ ইটভাটায় ডাকাতি করে। এ তথ্য পাওয়া মাত্রই র্যাবের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির সাতটি ব্যাটারি, চারটি খোলা ট্রান্সফরমার, দুই লাখ টাকা মূল্যের একটি হাইড্রোলিক জ্যাক, ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রংপুরের পীরগাছা মুন্সিপাড়ার গণি মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮), মিঠাপুকুর নয়াপাড়া গ্রামের আফছার আলীর ছেলে সিফাজুল ইসলাম (৩২), রংপুর নগরীর পালপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬০), টার্মিনাল ডাঙ্গীপাড়া গ্রামের অনীল চন্দ্র বর্মনের ছেলে ভুট্টু চন্দ্র বর্মন (৪০), কাউনিয়া মদামুদন গ্রামের আফছার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৮), বদরগঞ্জ কলেজপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল আমিন ইসলাম (৫০), নীলফামারী সৈয়দপুরের গুলিয়া বাবুপাড়া এলাকার রমজান আলীর ছেলে দুলাল (৪৫), ঠাকুরগাঁও সদরের সিংগিয়া গ্রামের নবীর উদ্দিন আহমেদের ছেলে সাজ্জাত হোসেন (৪০), কুড়িগ্রাম ফুলবাড়ির নজর মামুদ গ্রামের গোফুর আলীর ছেলে রেজাউল করিম (৩৫), উলিপুর জল নদারপুটি গ্রামের মোজাহারের ছেলে মো. ফারুক (৩২) ও জামালপুর দেয়ানগঞ্জ উপজেলার সোনাকুড়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে আব্দুল সালাম (৪৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, ডাকাত দলের সক্রিয় সদস্যরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসে রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বলপূর্বক, চেতনানাশক ওষুধ পান করিয়ে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই