নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও যুবদলের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও যুবদলের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ বুধবার বিকালে শহরের মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন বিকালে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালনের জন্য শহরের মন্ডলপাড়া এলাকায় জড়ো হতে শুরু করলে পুলিশ এসে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন। কিছুক্ষণ পর যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সেই সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা কর্মসূচি পালন করতে না পেরে আমরা রাস্তায় অবস্থান করছিলাম। এ সময় সদর থানার ওসি আনিচুর রহমানের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে অনেকে আহত হয়েছেন।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা কর্মসূচি পালন করতে চেয়েছিল। পরে আমাদের পুলিশের সদস্যরা তাদের সরিয়ে দেন।
বিডি প্রতিদিন/আবু জাফর