কিশোরগঞ্জ-হবিগঞ্জ-নেত্রকোনার ত্রাস ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস বাহিনীর প্রধান আক্কাসকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সংবাদমাধ্যমকে জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস বাহিনীর প্রধান আক্কাসকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তিনি হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের ত্রাস ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/জুনাইদ আহমেদ