আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার দেওভোগ বাশমুলি সড়কে এই সংঘর্ষ হয়। এসময় একটি অটোরিকশার গ্যারেজসহ প্রায় অর্ধশতাধিক দোকান ঘর ভাঙচুর করা হয়।
এর আগে গত এক সপ্তাহে ফতুল্লা মাসদাইর এলাকায় শতাধিক বাড়ি ও দােকান ভাঙচুর ও লুটপাট করে কিশোর গ্যাং। চলতি সপ্তাহের মঙ্গলবার ফতুল্লা বক্তাবলী আকবর নগরে দুই দলের সংঘর্ষে ১২ জন আহত হয়। পুলিশের গুলিতে আহত হয় সাতজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাশমুলি এলাকার রাজু প্রধান ও সালাউদ্দিন ওরফে সালু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে বুধবার রাতে দেশীয় অস্ত্র হাতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় উভয় গ্রুপের লোকজন সড়কের পাশের দোকান ঘর ও একটি অটোরিকশার গ্যারেজে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের তাণ্ডবে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অটোরিকশা গ্যারেজ মাহজন আলো বেগম জানান, তার গ্যারেজে লোকজন প্রবেশ করে অন্তত ৩০টি অটোরিকশা ভাৎচুর করেছে এবং ক্যাশ বাক্স থেকে সারাদিনের উপার্জনের টাকা লুটে নিয়েছে।
ব্যবসায়ী সাহাবুদ্দিন জানান, বাশমুলি সড়কের উভয় পাশে অন্তত শতাধিক দোকান রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক দোকান ভাঙচুর করা হয়েছে। এসময় অনেকেই আহত হয়েছেন। ভয়ে আহতরা যে যার মতো চলে গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/জুনাইদ আহমেদ