ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলশান-২ এর নগর ভবনে আজ বৃহস্পতিবার সকাল ৭ টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ভবনের আট তলা থেকে এ আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনের গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা বাইরে অপেক্ষা করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
বিডি-প্রতিদিন/শফিক