শিরোনাম
- ‘তাণ্ডব’-এ শাকিব খানের রাফ লুক, রহস্যে ঘেরা নতুন পোস্টার
- বাংলাদেশ এড়িয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিল ভারত
- ইমনের ব্যাটে শতরান, পেসে ছিন্নভিন্ন আমিরাত
- মেরাদিয়ায় হাট বসাতে দেওয়া হবে না
- ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
- কোরবানির হাট কাঁপাবে ৪০ মণ ওজনের সম্রাট
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
- বৃষ্টিতে প্লে-অফ স্বপ্ন ভেসে গেল কলকাতার
- আইসিসিবিতে শিক্ষামেলায় ব্যাপক সাড়া
- গাজায় গণহত্যার প্রতিবাদ: সিনেট থেকে হাতকড়া পরিয়ে বের করে দেওয়া হল প্রবীণ অধিকারকর্মীকে
- পাকিস্তানে হামলা নিয়ে বিভক্ত ভারতের রাজনীতি
- সাইবার নিরাপত্তা প্রদান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব
- সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান : তারেক রহমান
- গণতন্ত্রের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন : নবীউল্লাহ নবী
- ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
- সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাওয়ের ঘোষণা
- কুড়িগ্রামে আইন সহায়তা ক্যাম্পেইন ও জিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- বাড়ল সোনার দাম
- বোতলের আঘাতে প্রাণ গেল ব্রিটিশ তরুণের, জার্মান নাগরিকের ৭ বছরের কারাদণ্ড
- দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের দাসত্ব মেনে নেওয়া হবে না : মামুনুল হক
বাংলা নাট্যের নৌযাত্রা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
পদ্মার বুকে ঢেউয়ের তালে নৌযাত্রা, নৌকার মঞ্চে গম্ভীরা, আলকাপ, মনসামঙ্গল। নদী কেন্দ্রীক বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ফিরিয়ে নিতে প্রতীকী এই বর্ণিল আয়োজন। তাতে অংশ নিয়ে নাট্যজনরা নদী রক্ষায় গাইলেন জাগরণের গান। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তির এমন আয়োজন ছিল দিনভর।
প্রমত্ত পদ্মার ঢেউ মাড়িয়ে ছুটেছে চলছে নৌকা। বাংলা নাট্যের নৌযাত্রায় ঐতিহ্যের গম্ভীরা, আলকাপ, মাদারগান আর মনসামঙ্গল ক্ষণিক সময়ে ফিরলো নৌকার মঞ্চে। সময় ভেদে বিনোদনের ধরন বদলেছে। কিন্তু নদী সব সময় ছিল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অংশ। নদী দখল আর দূষণে সেই সভ্যতা যেনো হারিয়ে যাচ্ছে। নতুন করে সভ্যতার জাগরণে এমন আয়োজন।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘নদী আমাদের সংস্কৃতির উপাদান। মানুষ তো আছে, সঙ্গে নদী, পাখি থাকে, বৃক্ষ থাকে। আমরা মনে করি সবকিছু নিয়ে তো বাংলাদেশ-পুরো পৃথিবী। এগুলো ধ্বংস করার অধিকার কারও নেই। এর মধ্যে থেকে উঠে এসেছে আলকাপ, এর মধ্যে থেকে এসেছে গম্ভীরা, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি। সুতরাং এগুলোকে স্বাধীন, মুক্ত বাংলাদেশে-দাবি রাখে নিজস্ব শিল্প নীতি, নিজস্ব নাট্য নীতিতে আধুনিক চর্চার। সেজন্য নৌকায় করে যে নৌযাত্রা, তাতে একটা বার্তা দেওয়া এই নদীকে রক্ষার। পাশাপাশি নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা।’
বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, বাংলা নাট্যের নৌযাত্রার মাধ্যমে বাংলার সংস্কৃতিকে যেমন তুলে ধরা, তেমনি সা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলতে প্রতীকী এক আন্দোলন।
শনিবার সকালে রাজশাহীর আলুপট্টি পদ্মা নদীর ঘাট থেকে শুরু হয়ে বড়ালের মোহনায় গিয়ে শেষ হয় নৌযাত্রা। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কর্মসূচিতে অংশ নিয়ে সংস্কৃতি কর্মীরা বললেন, ফিরে গেছেন অতীতে, মন দুলেছে শরতের ঢেউয়ে।
দুপুরে ইলামিত্র মঞ্চে আয়োজন করা হয় বাংলার আলকাপ, গম্ভীরা, মনসামঙ্গল ও মাদারের গান। এসব আয়োজনে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তিতে ব্যতিক্রমী বাংলা নাট্যের নৌযাত্রার যৌথ আয়োজন করে রাজশাহী থিয়েটার ও পদ্মা বড়াল থিয়েটার।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর