রংপুরের পীরগাছায় গৃহবধূ ধর্ষণের দায়ে রেজাউল করিম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে কৈকুড়ি ইউনিয়নের চৌধুরানী থেকে গ্রেফতার করা হয়। রেজাউল চৌধুরানীর লুৎফর রহমানের ছেলে। পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ৩০ সেপ্টেম্বর ওই গৃহবধূকে ফুসলিয়ে রাতে বাড়ির পাশের মরিচ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে রেজাউল। পরে ওই গৃহবধূ বাড়ি ফিরে তার স্বামীকে বিষয়টি জানায়।
শনিবার ওই গৃহবধূর স্বামী পীরগাছা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করে। রবিবার আদালতের মাধ্যমে রেজাউলকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই