রাজশাহী, রংপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের নিয়ে মতবিনিময় করেছে বিএনপি। পূর্বঘোষিত বিভাগীয় শহরে সমাবেশ প্রস্তুতির পাশাপাশি দলের সাংগঠনিক পুনর্গঠন সংক্রান্ত বিষয় নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আজ বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান রাতে শেষ হয়। এতে স্কাইপিতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া মতবিনিময় অনুষ্ঠানে তিন বিভাগের সকল সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি কিংবা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদের নেতারা অংশ নেন।
গত রবিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগীয় নেতাদের সঙ্গে এবং তার আগের দিন শনিবার চট্টগ্রাম ও খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত