৪ অক্টোবর, ২০২২ ২১:১৯

রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন প্রতিবেদক

রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিয়ন্ত্রণকক্ষের এই ছবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

দীর্ঘ সময় পর রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। 

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, সর্বশেষ বিদ্যুৎ রিস্টোর হয়েছে মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রীসহ বেশকিছু এলাকায়।

তিনি আরও বলেন, পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত শ্রম দিচ্ছেন, দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে। ধৈর্য ধারণের জন্য সবাইকে ধন্যবাদ।

প্রসঙ্গত, জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে আজ বেলা ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর