রাজধানীর পল্টন এলাকা থেকে মো. ইকবাল হোসেন (৪৪) নামের এক মানবপাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৩ এর একটি দল সোমবার (১০ অক্টোবর) রাতে অভিযান চালায়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে দুটি মোবাইলফোন, চারটি সিমকার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, তিনটি এটিএম কার্ড, একটি মানিব্যাগ এবং নগদ ৬৪ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, ইকবাল হোসেনের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। তিনি সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ লোভনীয় কথা বলে প্রতারণামূলকভাবে ভুক্তভোগীর কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, আসামির সহযোগীরা সৌদি আরবে ভুক্তভোগীদের পাসপোর্ট ও ভিসা নিয়ে একটি রুমে আটক করে রাখে। পরে তাদের নানাভাবে নির্যাতন করতে থাকেন এবং সৌদি আরবে চাকরির জন্য আরও টাকা দাবি করেন। আটক ইকবাল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল