রাজধানীর বকশি বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩০) নামে এক যুবক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এক পথচারী ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহত ওই যুবক জানায়, একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়েছে।
বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় ওই যুবক শুধু নিজের নামটি বলতে পেরেছিলেন। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তিনি ভবঘুরে ও মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ