বরিশালে পুলিশের পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার হয়েছে। গত বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশ এবং বিমান বন্দর থানা পুলিশ এই অভিযান চালায়।
বিএমপির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের করমজা এলাকায় অভিযান চালিয়ে শুভ হাওলাদার(১৯), রিয়াজ সরদার (৩৫) ও জাকারিয়া ওরফে পারভেজ হাওলাদার (৩২) নামে ৩ জনকে ১৫৫ পিস ইয়াবাসহ আটক করে বিমান বন্দর থানা পুলিশ।
অপরদিকে বিএমপির গোয়েন্দা শাখার সদস্যরা গতকাল ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বগুড়া রোড নাবিলা ম্যানশনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে লাইজু আক্তার লিজা (৩৩) নামে একজনকে আটক করে।
এদিকে গোয়েন্দা শাখার সদস্যরা নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নজরুল ইসলাম (২৭) নামে একজনকে আটক করে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা হয়েছে বলে বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ