রাজধানীর শ্যামলীর শিশু মেলা মোড়ে শহীদ সার্জেন্ট মোল্যা তারিক ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ এই পুলিশ বক্সের উদ্বোধন করেন।
ট্রাফিক তেজগাঁও বিভাগের এডিসি এস. এম. শামীম, শহীদ সার্জেন্ট তারিকের মা মঞ্জুয়ারা বেগম, তার স্ত্রী রাশিদা খানম, ওই দম্পতির একমাত্র মেয়ে নিলয়, সার্জেন্ট তারিকের ভাই খালিদ হোসেন লেবুসহ তেজগাঁও বিভাগে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সার্জেন্ট তারিকের পরিবার ও স্বজনরা এসময় উপস্থিত ছিলেন।
পুলিশ বক্সে শহীদ সার্জেন্ট তারিকের স্মৃতি ফলক উন্মোচন করেন ডিসি সাহেদ আল মাসুদ। এরপর সেখানে ফুল দিয়ে সার্জেন্ট তারিককে স্মরণ করা হয়। সাজেন্ট তারিকের মা ফিতা কেটে পুলিশ বক্সের ভেতরে প্রবেশ করেন। সেখানে সার্জেন্ট তারিকের স্মরণে তার পরিবারসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে শহীদ সার্জেন্ট তারিকের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পুলিশ বক্সটি আশরাফুল ইসলাম নিরুর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হয়।
প্রসঙ্গত, শহীদ পুলিশ সার্জেন্ট তারিক হোসেন ১৯৭১ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জের কাশিয়ানী থানার পিংগলীয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মনোয়ার হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের ২৭ অক্টোবর তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। প্রথম কর্মস্থল হিসেবে ডিএমপিতে যোগ দেন। ২০০২ সালের ৩ মে মিরপুরের দারুস সালাম রোডে দায়িত্বরত অবস্থায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার স্মরণেই শ্যামলী শিশু মেলা মোড়ে পুলিশ বক্সটি উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত