জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার স্পেড ট্রাম্প প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে ক্লাবের আবদুস সালাম হলে লুডু প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
প্রতিযোগিতায় ১২ জন নারী সদস্য অংশ নেন। তাদের মধ্যে বৈশাখী টিভির সুমাইয়া ইসলাম আনুসা প্রথম, ফিনান্সিয়াল মিরর পত্রিকার শিরিন সুলতানা দ্বিতীয় ও সিটিজেন টাইমস-এর জান্নাতুল ফেরদৌস পান্না তৃতীয় স্থান অধিকার করেন। এ ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ভানুরঞ্জন চক্রবর্তী।
এর আগে, প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির কার্ড রুম উপকমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন-এর পরিচালনায় স্পেড ট্রাম্প প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বাসসের সৈয়দ শুকুর আলী (শুভ) প্রথম স্থান, ইনকিলাবের মাইনুল হাসান সোহেল দ্বিতীয়, এনটিভি’র মো. গোলাম কিবরিয়া তৃতীয় এবং নাগরিক টিভির সাখাওয়াত হোসেন চতুর্থ স্থান অধিকার করেন।
ক্রীড়া অনুষ্ঠানের পঞ্চম দিনে আগামী শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিশু আনন্দমেলা অনুষ্ঠিত হবে। এ আনন্দমেলায় শিশুদের দৌড়, শুটিং, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা এবং মহিলাদের পিলো পাসিং ও দড়ি টানাটানিসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক