শুল্ক ফাঁকি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড আমদানি করার সময় তা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার এগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম। মেমোরি কার্ডগুলোর বাজারমূল্য প্রায় সোয়া তিন কোটি টাকা।
শুক্রবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট বিভাগের উপ-পরিচালক সানজিদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেব্রিকের ঘোষণা দিয়ে ওই মেমোরি কার্ড আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাই বার্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের চার কর্মচারীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা প্যাকেটগুলোতে ৪৩ হাজার পিস ৮ জিবি, ৩৩৫০০ পিস ১৬ জিবি, ৫২৫০০ পিস ৩২ জিবি এবং ৫৪০০ পিস ৬৪ জিবিসহ মোট এক লাখ ৩৪ হাজার ৪০০ পিস মেমোরি কার্ড পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/শফিক