জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ১৩টি থানার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শনিবার মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়েবা ইউসুফ ও সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর, শেরে বাংলানগর, তেজগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, কাফরুল, মিরপুর, পল্লবী, রূপনগর, শাহআলী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার বিদ্যামন কমিটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
মহিলা দলের সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে সব থানা ও ওয়ার্ডসমূহে সম্মেলন/কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ শিগগিরই শুরু হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন