সাভারের বংশী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে সাভারের নামাবাজার এলাকায় শুরু হয় এ অভিযান।
এ সময় নদীর পাড় ঘেঁষা প্রায় ৯ একর জমিতে অবৈধভাবে গড়ে তোলা ২ হাজার ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানায় জেলা প্রশাসন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় পাকা, আধাপাকা ও টিনসেড ভবনের বিভিন্ন স্থাপনা। সম্পূর্ণ জমি দখলমুক্ত করার আগ পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা চলবে। উদ্ধার হওয়া জমি নতুন করে কেউ যাতে দখল নিতে না পারে, সেদিকে নজর রাখা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, বংশী নদীর তীরে প্রায় ৯ একর জায়গা জুড়ে ২ হাজার ৫ শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। নদী দখল করে অবৈধ স্থাপনা তৈরির তালিকায় ব্যবসায়ী, প্রভাবশালীরা রয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কমকতা দীপক সাহা বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত কোনো ধরনের চাপ, বাধা বা অভিযোগ আসেনি। কোনো অভিযোগ থাকলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন, তারা দেখবেন। আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি।
উচ্ছেদ অভিযানে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বংশী নদীর জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। মূলত এখানে প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নদীর জমি দখল বহুতল ভবন ও দোকানপাট করে বাড়ি নির্মাণ করেছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল