রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নতুন রাস্তা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিকশাচালক মো. আকবরের (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
জানা যায়, নিহত ব্যক্তি পেশায় অটোরিকশাচালক। শুক্রবার বিকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে ওই দিন দিবাগত রাত আড়াইটার মধ্যে যেকোনো সময় অজ্ঞান পার্টি তাকে অজ্ঞান করে অটোরিকশাটি নিয়ে যায়। তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে যায় চক্রটি। পরে একজন রিকশাচালক তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরিবারের লোকজন খবর পেয়ে মেডিকেলে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে যাত্রাবাড়ী থানায় একটি মামলা (মামলা নং-১২২) দায়ের হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তি যাত্রাবাড়ীর কাজলা নতুন রাস্তার কাঠের মসজিদ এলাকায় থাকতেন।
বিডি প্রতিদিন/আরাফাত