বরিশালে ৪ ও ৫ নভেম্বর বাস বন্ধের পর এবার থ্রি হুইলার বন্ধের ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিক ইউনিয়ন। দুই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে গত রবিবার রাতে এই তথ্য জানানো হয়। ৫ দফা দাবিতে থ্রি হুইলার বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।
জেলা সিএনজি, অটোরিক্সা, টেক্সিকার, বেবিট্যাক্সি, মিশুক (থ্রি হুইলার) মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুসফিকুর রহমান এবং সিএনজি, অটোরিক্সা, টেক্সিকার, বেবিট্যাক্সি ও মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশালের বিভিন্ন রুটে থ্রি হুইলার শ্রমিকদের বাস মালিক-শ্রমিকরা নির্যাতন করছে। বাস-মালিক শ্রমিকদের নির্যাতন বন্ধ, মেট্রোপলিটনের সকল রুটে থ্রি হুইলার চলাচলের ব্যবস্থা, নির্দিষ্ট পার্কিং, ভাড়া বৃদ্ধি এবং চালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদানের দাবিতে জেলার সকল রুটে থ্রি হুইলার বন্ধ রাখার জন্য থ্রি হুইলার মালিক-শ্রমিকদের অনুরোধ জানানো হয়।
বিএনপি’র ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতে ৪ ও ৫ নভেম্বর বাসের পর এবার থ্রি হুইলারও বন্ধের ঘোষণা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল।
তবে বিভিন্ন দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ৪ ও ৫ নভেম্বর থ্রি হুইলার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সিএনজি, অটোরিক্সা, টেক্সিকার, বেবীট্যাক্সি ও মিশুক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
এর আগে গত ২৬ অক্টোবর বরিশালের দুটি বাস মালিক সমিতি বিভিন্ন দাবিতে ৪ ও ৫ নভেম্বর বাস বন্ধ রাখার ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/ফারজানা