বরিশালে ডাবের পানির সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয়া চক্রের মূল হোতাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮। গত সোমবার তাদের আটক করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৮’র নতুন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।
আটককৃতরা হলো বরগুনার পাথরঘাটার মাছেরখাল গ্রামের সোহাগ ঘরামী (৪০) ও তার সহযোগী ঝালকাঠীর নৈকাঠী এলাকার বিপ্লব অধিকারী (৪০)।
র্যাব-৮ অধিনায়ক বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৮ ঝালকাঠী বাস টার্মিনাল এলাকার এক ডাব বিক্রেতাকে নজরদারী করে। গত সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই ডাব বিক্রেতার কাছ থেকে একটি ডাব কিনে খেয়ে ঝালকাঠী থেকে বরিশালের উদ্দেশ্যে একটি বাসে ওঠেন উজিরপুরের রবিউল ইসলাম ইমন নামে এক ব্যক্তি। বাসে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার সাথে থাকা ৩০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয় অজ্ঞান চক্রের হোতা সোহাগ। বাসে থাকা র্যাবের ছদ্মবেশী যাত্রীরা হাতেনাতে সোহাগকে আটক করে। উদ্ধার করে হাতিয়ে নেয়া ৩০ হাজার টাকা। পরে তাকে চিকিৎসার শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করে র্যাব। ওইদিন বিকেলে তার আরেক সহযোগী ঝালকাঠীর নৈকাঠীর বিপ্লব অধিকারীকে রাজাপুর থেকে আটক করে তারা।
আটক আসামীদের বরিশাল কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
একই অনুষ্ঠানে নতুন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান তার নিজের পরিচয় দেন এবং মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রনসহ আইন শৃৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এএ