গণফোরামের (একাংশ) সাথে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় আরামবাগে গণফোরাম (একাংশ) এর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণফোরাম (একাংশ) এর সভাপতি মোস্তফা মোহসীন মন্টু
এসময় উপস্থিত ছিলেন গণফোরাম (একাংশ) এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরাম (একাংশ) এর নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদ এর মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
বিডি প্রতিদিন/হিমেল