বাংলাদেশ সফররত মি. এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ও তার পরিবারের সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মি. এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ও তাঁর পরিবারের সদস্যগণ এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, তাঁর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন ও তাঁর সহধর্মিণী মিসেস ফাহমিদা জাবিন তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
পরে পররাষ্ট্রমন্ত্রী মি. এডওয়ার্ড এম কেনেডি জুনিয়রের পিতা এডওয়ার্ড এম কেনেডির স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এরপর মি. এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র বক্তব্য দেন।
এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল