ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাজধানীর আসাদগেট এলাকায় পিকনিকের চলন্ত বাসে ছুরিকাঘাতে রাব্বি (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও এক যুবক।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, পিকনিক থেকে বাসে করে ফেরার সময় বাসের ভিতর ছুরিকাঘাতে দুজন আহত হয়। রাব্বির পেটে ও পায়ে, আর শাওনের পিঠে ছুরিকাঘাত রয়েছে।
এরআগে মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রাব্বি (২৫) ও শাওনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিলো।
আহত শাওনের বন্ধু শাহরিয়ার হাসান শান্ত জানান, তাদের বাসা লালবাগ শহীদনগর এলাকায়। রাব্বির এলাকাতে ফ্ল্যাক্সিলোডের দোকান রয়েছে। আর শাওন সিএনজি অটোরিকশা চালক। সকালে এলাকা থেকে দুইটি বাস ভাড়া করে ধামরাইয়ের একটি পার্কে ঘুরতে যান তারা। সেখান থেকে সন্ধ্যায় ফিরছিলেন। বাসে তাদের সাথে কয়েকজন মেয়েও ছিলেন।
বাসটি গাবতলি এলাকায় আসলে বাসের মধ্যে ফারুক সহ কয়েকজন গাঁজা সেবন করছিলেন এবং ওই মেয়েদেরকে ইভটিজিং করছিলেন। তখন রাব্বী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাসটি আসাদগেট এলাকায় আসলে জ্যামের মধ্যে ৩-৪ জন যুবক বাসে উঠে রাব্বীকে মারধর করে ও ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে শাওনকেও ছুরিকাঘাত করে তারা। এরপর দৌঁড়ে বাস থেকে নেমে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল