১৫ জানুয়ারি, ২০২৩ ১৪:৫০

রাজধানী থেকে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী আটক

অনলাইন ডেস্ক

রাজধানী থেকে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী আটক

সংগৃহীত ছবি

দিনাজপুর জেলার বিরল থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করছে র‍্যাব। এসময় অপহরণকারী মো. আলফাজ আকাশকে (২২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। 

শনিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে করে অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আকাশ অপহৃতকে প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার গত ২৭ নভেম্বর স্কুলে থেকে বাড়ি ফেরার পথে বিরল বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, পরবর্তীতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় আটকিয়ে রেখে অপহৃতকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। আটক আকাশের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর