রংপুরে ২৪তম বিসিএস ফোরামের উদ্যোগে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে হাসি ফুটেছে শীতার্তদের মুখে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যসহ অন্যান্য ক্যাডার কর্মকর্তারা। শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন অদম্য বাংলাদেশের সদস্যরা।
২৪ বিসিএস রংপুর জেলার মুখপাত্র সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ২৪ বিসিএস ফোরাম আন্তঃক্যাডার সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষদের পাশে থাকছে। আগামীতে যে কোনো দুর্যোগে এ সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।
বিডি প্রতিদিন/এমআই