গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রেলওয়ে ফাঁড়ির তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ রবিবার বিকালে ২ নং প্লাটফর্মের দক্ষিণ পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন খন্দকার আকরাম হোসেন, হুমায়ন কবির ও সাজবীর হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তার নাম আক্তার হোসেন (২৫)। ঘটনাস্থল থেকে ২টি চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার বিকাল ৩টার সময় বিশ্ব ইজতেমার ট্রেনে ছিনতাইকালে চিহিৃত ছিনতাইকারী আক্তারকে হাতে নাতে আটক করে পুলিশ। এসময় ওই ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিন পুলিশ সদস্য আহত হন।
এ ব্যাপারে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ