অবৈধ পথে অস্ত্র চোরাচালান করে ভুয়া লাইসেন্সের মাধ্যমে সেগুলো বিক্রি ও স্বনামধন্য বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকরি দেওয়া চক্রের মূলহোতা পলাশসহ ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়েছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়।
এ বিষয়ে আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ