রাজধানীর মিরপুরে প্রাইভেটকার চাপায় ১৯ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাকিবুল হাসান। সে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের গাড়িচালক মো. জামাল হোসেনের ছেলে।
তার পরিবার মিরপুর ১ নম্বর সেকশন, জনতা হাউজিংয়ের ৩ নম্বর রোডে একটি বাড়িতে ভাড়া থাকে। ৪ ভাইয়ের মাঝে সে ছিলো সবার ছোট।
শিশুটির বড় ভাই মো. ইমরান হোসেন জানান, বিকালে আরেক ভাই ফাহিমের (১২) হাত ধরে বাসার গলির মুখে খেলছিল সে। হঠাৎ ফাহিমের হাত থেকে ছুটে রাস্তায় দৌড় দেয় সে। তখন একটি প্রাইভেটকারের নিচে চাপা পড়ে সে। উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, জনতা হাউজিংয়ে ৩ নম্বর রোডের মাথায় প্রধান সড়কে একটি প্রাইভেটকার চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ