নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচন সহ ১০ দফা দাবিতে বরিশালে পৃথক পদযাত্রা করেছে বিএনপি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে পৃথক আয়োজনে এই পদযাত্রা কর্মসূচি পালন করে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যারা। বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।
সমাবেশে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান।
এদিকে, বিএনপির সমাবেশে প্রভাব বিস্তার নিয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবুলর অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সিনিয়র নেতাদের সামনে উভয় পক্ষ হাতাহাতি এবং কিল-ঘুষিতে জড়িয়ে পড়ে। এ সময় সিনিয়র বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সমাবেশ শেষে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে সদর রোড থেকে দক্ষিণ জেলা বিএনপির একটি পদযাত্রা নগরীর আমতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে, বেলা ১২টায় একই স্থানে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে জয়নুল আবেদীনের নেতৃত্বে উত্তর জেলা বিএনপির একটি পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির পৃথক পদযাত্রা উপলক্ষে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত