শিরোনাম
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের দায় নিজেদের কাঁধে নিয়েছি : মেনন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ২০১৪ সালে যখন বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করেছিল, বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করেছিল, আমাদেরকে আগে মন্ত্রিত্ব দেওয়া হলো, আমরা ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে আমরা নির্বাচনকালীন মন্ত্রিত্বে যোগদান করেছি। নির্বাচনে অংশ নিয়েছি। এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের দায় নিজেদের কাঁধে তুলে নিয়েছি আমরা।
তিনি আরও বলেন, ভুলে গেছেন সব এখন, সব ভুলে যান? ভুলে যান ২০১৮ সালে আরেকবার যখন নির্বাচন হলো, তখন ওই একইভাবে ওয়ার্কার্স পার্টি দাঁড়িয়ে থেকে আপনাদের পাশে লড়াইকে করেছে। আপনাদের পাশে যখন কেউ ছিল না, ছিল ওয়ার্কার্স পার্টি আর ১৪ দল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মাদরাসা মাঠে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, আজকে আবার সেই নির্বাচনের প্রশ্ন সামনে। এই রাজশাহীর ময়দানের মাঠে প্রধানমন্ত্রী জনসভা করে গেছেন কিছুদিন আগে। ভোট চেয়েছেন, কার ভোট? নৌকায় ভোট চেয়েছেন। ঠিকই আছে, তিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনি নৌকায় ভোট চাইতেই পারেন। একই সঙ্গে ১৪ দলের জোট নেত্রী তিনি। তিনি ঘোষণা দিয়ে বলেছেন, ১৪ দল একত্রে নির্বাচন করবে। কিন্তু ভোট চাইবার বেলায় নৌকা, সেখানে হাতুড়ির কোনো জায়গা নেই, ভোট চাইবার বেলা নৌকা, সেখানে মশালের কোনো জায়গা নেই। তাহলে কিভাবে ১৪ দলের ঐক্যজোট হলো?
আগামী নির্বাচনে রাজশাহী-২ আসনে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আবারও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে রাশেদ খান মেনন বলেন, এবার তিনি নৌকা প্রতীক নয়, নিজের হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আপনারা হাতুড়ি প্রতীকে ভোট দিয়ে ফজলে হোসেন বাদশাকে চতুর্থবারের মত এমপি নির্বাচিত করবেন।
মেনন বলেন, দেশের ভিতর থেকে ও বাহির থেকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র তৈরি হচ্ছে। আমরা মনে করি এ ষড়যন্ত্র প্রতিরোধ করা এ দেশের মানুষের জন্য কিছু না। কিন্তু আজকে যখন দেখি আমাদের ১৪ দলের মূল শরীক আওয়ামী লীগ ১৪ দলকে কোনও কিছু না জানিয়ে যদি মনে করে এককভাবে তারাই সবকিছু মোকাবেলা করতে পারবে তা হলে ভুল করবে, তারা ভুল করছে। কারণ ২০০১ সালে একই ষড়যন্ত্রের মুখে পড়েছিল আওয়ামী লীগ। তারা মোকাবেলা করতে পারেনি।
আওয়ামী লীগের সমালচনা করে মেনন বলেন, কথা ছিল এক সঙ্গে আন্দোলন করবো, নির্বাচন করবো, সরকার গঠন করবো। এক সঙ্গে আন্দোলন করেছি, নির্বাচন করেছি। কিন্তু যখন সরকার গঠনের প্রশ্ন আসল আমরা হোঁচট খেলাম। তারপরও আমরা পিছিয়ে থাকি নাই। আমরা সেই ঐক্যকে রক্ষা করেছি।
মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, আমিনুল ইসলাম গোলাম, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল প্রমূখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
২ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার