বাতিঘর এবারের বইমেলায় এনেছে ফেরদৌসী মজুমদারের স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘খুঁজে পেতে’। আনন্দ-বেদনা, মৃত্যু প্রসঙ্গে টুকরা টুকরা অনুভূতি লিখেছেন লেখক এই গ্রন্থে। এ বইয়ের রচনাগুলো স্মৃতিচারণামূলক। কিছু সুখের, কিছু বেদনার।
বইটি সম্পর্কে ফেরদৌসী মজুমদার গণমাধ্যমকে বলেন, আমি সেই অর্থে লেখক নই। কিন্তু লেখাটা আমার নেশার মতো। আমার ভালো লাগা, মন্দ লাগা লিখে ফেলি। এই লেখাগুলোর মধ্যে আনন্দ আছে, বেদনা আছে। আমার স্কুলের কথা লিখেছি। এককথায় বইটিতে আছে আমার মিশ্র অনুভূতি।’
ফেরদৌসী মজুমদার (জন্ম ১৯৪৩) বাংলাদেশের অগ্রগণ্য অভিনয়শিল্পী। প্রায় ৬০ বছর ধরে মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্রে নানা ধরনের চরিত্র নৈপুণ্যের সঙ্গে রূপায়িত করে দর্শকের মনে স্থায়ী আসন করে নিয়েছেন। অভিনয়ের জন্য রাষ্ট্রীয় স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক এবং লেখালেখির জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ