গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় জোৎস্না খাতুন (৫১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জোৎস্না রাজশাহী জেলার বাগমারা থানার কুয়ালিপাড়া এলাকার রূপচান মিয়ার স্ত্রী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, শনিবার রাতে জোৎস্না খাতুন সিটি করপোরেশনের বাইমাইল এলাকা থেকে ছোট ছেলের জন্য খাবার নিয়ে স্থানীয় রাজাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। এক পর্যায়ে শনিবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় বাইমাইল এলাকায় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোৎস্না খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
তিনি আরও জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকতেন জোৎস্না। তার ছোট ছেলে পার্শ্ববর্তী রাজাবাড়ী এলাকায় বাসা ভাড়া করে থাকেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ