নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শনিবার বিএনপির পদযাত্রা প্রোগ্রামে নেত্রীকে নিয়ে বিরূপ স্লোগান দিয়েছে। কঠোর ভাষায় বলে দিচ্ছি, পাঁচ মিনিটও লাগবে না আমাদের যারা এগুলো করেন তাদের মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে। ধৈর্য ধরেছি। নেত্রী বলেছে তাই ধরেছি। কিন্তু নেত্রী, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নিয়ে কথা বললে কিন্তু জনগণ ভীমরুলের চাক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে।
রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডিব্লিউ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শামীম ওসমান আরও বলেন, শনিবার রাত থেকে আমি মানসিকভাবে অস্থির। আমি চাপ নিতে পারছি না। ওরা ক্ষমতায় এসে আমার বাড়িতে হামলা করেছে, আগুন দিয়েছে। আমার দাদার বাড়ি বাইতুল আমান ভেঙে দেয়া হয়েছে। আমার ভাইয়ের (সেলিম ওসমান) খামারে গিয়ে গরুর দুধের বান কেটে ফেলেছিল। শুধুমাত্র আমার ভাই হওয়ার অপরাধে তাকে তুলে নিয়ে টর্চার করেছে। আমরা কিছু করিনি, মাফ করে দিয়েছি। নারায়ণগঞ্জে ভাষা সামলান। এমন কোন কাজ করবেন না, যেন নারায়ণগঞ্জ অস্থির হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন