রাজশাহী পাসপোর্ট অফিসে হঠাৎ-ই শোরগোল। এক মাঝ বয়সী নারী পাসপোর্ট অফিসের ভিতরেই এক যুবকের টি-শার্টের কলার ধরেছেন। উচ্চস্বরে বার বারই ওই নারী বলছেন, ‘আজ তোমাকে ছাড়বো না। টাকা ফেরত দাও। আমার পাসপোর্ট লাগবে না।’ এরপর লাল রঙের টি-শার্ট পরা ওই যুবক বলছেন, ‘ছাড়েন আমাকে, ছাড়েন। চলেন স্যারের কাছে। আপনার টাকা ফেরত দিচ্ছি তো, ছাড়েন।’ এরপর পুলিশ ও আনসার সদস্যরা এসে ওই যুবকের পক্ষ নেন। যদিও টাকা ফেরত নিয়েই যুবককে ছেড়েছেন ওই নারী।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে রাজশাহী পাসপোর্ট অফিসে। যদিও ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দালালের নামটিও জানায়নি পাসপোর্ট অফিসের কেউ। লাল রঙের টি-শার্ট পরা ওই দালালের কলার ধরে টাকার জন্য চাপ দিচ্ছেন ওই নারী-এমন একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, তিনি বিষয়টি শোনার পর তাৎক্ষণিক ওই দালালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ওই দালালকে পুলিশের সোপর্দ করেছেন।
যদিও নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, তার থানায় পাসপোর্ট অফিস থেকে কোনো দালালকে ধরে আনা হয়নি। আবার পাসপোর্ট অফিসও কাউকে সোপর্দ করেনি।
বিডি প্রতিদিন/হিমেল