রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকার একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. ইমন (১৯)। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার শান্তিপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।
সোমবার দুপুরে মো. ইমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আজ দুপুর দুইটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি বাসায় যাই আমরা। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ইমন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, প্রাথমিকভাবে তিনি কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, সেই বিষয়টি এখনো জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ