গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলার হলরুমে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনসহ অনেকের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
বিডি প্রতিদিন/এমআই