শিরোনাম
১৩ মার্চ, ২০২৩ ১৮:১৩

রংপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রংপুর নগরীতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এতে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে অভিযানে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৫ ওষুধ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে রংপুর নগরীর ধাপ এলাকার বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে পপুলার ফার্মেসিকে ১৫ হাজার, শিমু ফার্মেসিকে ৫ হাজার, আশা ফার্মেসি ও সার্জিকালকে ৫ হাজার, মুন ফার্মেসিকে ২ হাজার ও মেট্রো ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। 
   
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, জীবন বাঁচানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয়, সেটি মেয়াদোত্তীর্ণ হলে মানুষের মৃত্যুর কারণ হিসেবে দাঁড়াবে। কোনো ওষুধ ব্যবসায়ী যেন মেয়াদোত্তীর্ণ, ক্লিনিক্যাল ট্রাইলে থাকা ওষুধ বিক্রি করতে না পারে, সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর