২১ মার্চ, ২০২৩ ০৯:৩৭

সৈয়দ হুমায়ুন কবীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

সৈয়দ হুমায়ুন কবীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সৈয়দ হুমায়ুন কবীর খাদেম

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দ হুমায়ুন কবীর খাদেমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ২১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সৈয়দ হুমায়ুন কবীর একজন বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা এই আইনজীবী মৃত্যুকালে ৪ সন্তান রেখে গেছেন। তার সন্তানরা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

সৈয়দ হুমায়ুন কবীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার তার পৈতৃক নিবাস পীরগঞ্জের চত্রায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ ছাড়াও গত শনিবার তার রংপুরের বাসভবন কান্তা দুয়ারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় মরহুম সৈয়দ হুমায়ুন কবীরের পরিবার তার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, সৈয়দ হুমায়ুন কবীর পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের পিতা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর