২১ মার্চ, ২০২৩ ২১:৪৭

কুমিল্লায় শিক্ষার্থীরা শপথ করলেন নিরাপদ ইন্টারনেট ব্যবহারে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শিক্ষার্থীরা শপথ করলেন নিরাপদ ইন্টারনেট ব্যবহারে

নিরাপদ ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বুঝতে পেরে এ বিষয়ে সতর্ক থাকার শপথ নিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে সাইবার জগতে নিজেদের কার্যক্রম নিরাপদ রাখতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছেন। মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই শপথ ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে 'নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা' শীর্ষক মতবিনিয় সভায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ শিক্ষার্থীদেরর নিরাপদে ইন্টারনেট ব্যবহারে শপথ বাক্য পাঠ করান। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার নৈতিক ও অনৈতিক বিষয়গুলো বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সকলকে সচেতন করেন। এসময় বিদ্যালয়ে ৪৪০ জন শিক্ষার্থী ইন্টারনেটের অপব্যবহার, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং থেকে বিরত থাকতে স্বাক্ষর করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল ও ইঞ্জিনিয়ার মোর্শেদা আক্তার।

কাওসার আলম সোহেল বলেন, সচেতনতার অভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য ভার্চুয়াল মাধ্যমে আমাদের নানা বিপত্তির শিকার হতে হচ্ছে। ভার্চুয়াল মাধ্যম নিরাপদ রাখতে প্রধান শর্ত প্রত্যেকের সচেতনতা। তরুণ প্রজন্মকে সচেতন করতেই আমাদের এই কার্যক্রম। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর