২২ মার্চ, ২০২৩ ২৩:২৮

‘অতিবৃষ্টি হলেও ১৫ মিনিটের মধ্যেই জলাবদ্ধতা নিরসন করা আমাদের লক্ষ্য’

অনলাইন ডেস্ক

‘অতিবৃষ্টি হলেও ১৫ মিনিটের মধ্যেই জলাবদ্ধতা নিরসন করা আমাদের লক্ষ্য’

ঢাকা শহরে অতিবৃষ্টি হলেও ১৫ মিনিটের মধ্যেই জলমগ্নতা বা জলাবদ্ধতা নিরসন করার লক্ষ্যে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

বুধবার নগরীর যাত্রাবাড়ী ধলপুর আউটফল এলাকায় কেন্দ্রীয় যানবাহন বিরামাগারের (মোটর গ্যারেজ) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, আমরা নর্দমাগুলো পরিষ্কার করছি। ঢাকা ওয়াসার কাছ থেকে খাল ও নর্দমাগুলো পাওয়ার পর থেকে আমরা সূচি অনুযায়ী বছরের প্রথম থেকেই এগুলো পরিষ্কার আরম্ভ করি, যাতে জলাবদ্ধতা না হয়। আপনারা দেখেছেন, এরই মাঝে বৃষ্টি হয়েছে কয়েক পশলা। তাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোথাও কোনো জলমগ্নতা হয়নি।’ 

‘এজন্য আমাদের যে প্রস্তুতিমূলক কার্যক্রম, সেগুলো আমরা করে চলেছি। যাতে আগামী বর্ষা মৌসুমে আমরা পূর্ণভাবে প্রস্তুত থাকতে পারি। আমাদের লক্ষ্য, ঢাকা শহরে অতিবৃষ্টি হলেও ১৫ মিনিটের মধ্যেই জলমগ্নতা বা জলাবদ্ধতা নিরসন করতে পারি। পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে করতে পারি।

পরে মেয়র ধলপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কের নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনসহ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর