২৩ মার্চ, ২০২৩ ১৭:৩৮

ডাবল মার্ডার মামলার আসামি পিয়ার আলী ৬ বছর পর গ্রেফতার

অনলাইন ডেস্ক

ডাবল মার্ডার মামলার আসামি পিয়ার আলী ৬ বছর পর গ্রেফতার

ডাবল মার্ডার মামলার আসামি পিয়ার আলী ৬ বছর পর গ্রেফতার

ডাবল মার্ডার মামলার আসামি পিয়ার আলীকে ছয় বছর পর গ্রেফতার করেছে ঢাকা মেট্রো দক্ষিণ পিবিআই। 

পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পিবিআইয়ের একটি বিশেষ টিম এসআই মো. কবির হোসেন, এসআই সোহরাব, এএসআই হুমায়ুন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২০ সার্চ রাজধানীর কদমতলী থানাধীন পাটেরবাগস্থ কথা এন্টারপ্রাইজ নামক প্রিন্টিং প্রেসের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এই মামলার ভিকটিম মৃত সোহেল ও মৃত ইকবাল হোসেন মামলার ঘটনাস্থল কদমতলী থানাধীন পাটেরবাগস্থ কথা এন্টারপ্রাইজ নামক প্রিন্টিং প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং একইসঙ্গে রাত্রি যাপন করতেন। ঘটনার আগে রুমে লাইট জ্বালানো নিয়ে ভিকটিমদ্বয় ও আসামিদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে আসামি মো. পিয়ার আলীসহ অন্য আসামিরা মারধর করে ভিকটিম ইকবালকে ঘটনাস্থলে শ্বাসরোধে হত্যা করেন এবং সোহেলকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।’

এতে আরও বলা হয়, ‘ঘটনার পরে গাড়িযোগে আসামি মো. পিয়ার আলী অন্য আসামিদের সহায়তায় ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভিকটিম মৃত ইকবালের লাশ রূপগঞ্জ থানাধীন বরপা এলাকায় গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখেন। পরে রূপগঞ্জ থানা পুলিশ ইকবালের লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করে। এই অপমৃত্যু মামলার পি/এম রিপোর্ট অনুসারে রূপগঞ্জ থানায় ভিকটিম ইকবালের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে এজাহার নামীয় ১০ জন আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রকৃতপক্ষে আসামি মো. পিয়ার আলী অন্য আসামিদের সহায়তায় ভিকটিম ইকবাল ও সোহেলকে হত্যা করেন। পরবর্তীতে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. কবির হোসেন মামলার তদন্তভার পান। তিনি আসামি গ্রেফতারে তৎপর হন।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর