রাজধানীর উত্তরা থেকে বিদেশি মদ ও ভারতীয় চোরাইমালামালসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতাররা হলেন- মো. সুজন মিয়া (৩২) ও আরিয়ান ওরফে হৃদয় (১৯)।
সোমবার দিবাগত রাতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ জানান, সোমবার ইফতারের পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার কসাইবাড়ী রেলগেইট সংলগ্ন এবিপিএনের গেটের সামনে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারি ও চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ১০৫টি ভারতীয় লেহেঙ্গা, ৪১টি থ্রি পিচ, ৩৭টি শাড়ি, ৭টি গেঞ্জি, ৫টি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরনের ইমিটেশন, একটি কাভার্ড ভ্যান, এক মোবাইল ফোন ও নগদ ১৯০ টাকা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন