২৯ মার্চ, ২০২৩ ০৯:০০

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে ফেনী সমিতির সৌজন্যে সাক্ষাৎ

কাতার প্রতিনিধি

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে ফেনী সমিতির সৌজন্যে সাক্ষাৎ

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছে ফেনি সমিতির একটি প্রতিনিধি দল।

সংগঠনের সভাপতি শহিদ উল্লাহ হায়দার ও সাধারণ সম্পাদক মোকারম আলী চৌধুরী সাহাদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান ও শহীদুল ইসলাম মানিক, সহ-সভাপতি আবদুল গোফরান ও  দিদারুল আলম আরজু, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মেসবাহ উদ্দিন রনি।

আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার ওয়ালিউর রহমান ও দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

এসময় ফেনী সমিতির পক্ষ থেকে বিগত দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের বিভিন্ন কর্মকাণ্ড রাষ্ট্রদূতের কাছে তুলে ধরা হয়। সংগঠনের আগামী দিনের কর্মসূচি তুলে ধরেন নেতাকর্মীরা। রাষ্ট্রদূত ফেনী সমিতির ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর