শিরোনাম
৩১ মার্চ, ২০২৩ ১৫:৩৮

কাশিমপুর কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

অনলাইন ডেস্ক

কাশিমপুর কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

সংগৃহীত ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ পাঠানো হয়েছে প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জমান শামসকে।

শুক্রবার দুপুরে প্রিজনভ্যানে করে শামসুজ্জমান শামসকে কাশিমপুর কারাগার-১ এ নেওয়া হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ বলেন, প্রিজনভ্যানে করে দুপুর দেড়টার দিকে শামসুজ্জমানকে এ কারাগারে আনা হয়েছে।

জানা গেছে, গত বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে সাভারের বাসা থেকে শামসুজ্জামান শামসকে তুলে নেয় সিআইডি। এদিন তার নামে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি। সেই মামলায় ওইদিনই শামসকে আদালতে আনার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। এরপর বুধবার দিনগত রাতে রমনা থানায় আরও একটি মামলা দায়ের করেন আবদুল মালেক ওরফে মশিউর মালেক নামে এক আইনজীবী। সেই মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শামসকে কারাগারে আটক রাখার আবেদনসহ গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে আদালতে হাজির করা হয়। 

শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। এরপর বিকেলে প্রিজনভ্যানে করে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর