ডেমরার আমুলিয়া থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের। সোমবার সকালে ডেমরা থানা পুলিশ মরদেটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল কবির গণমাধ্যমে বলেন, আমুলিয়া মডেল টাউনের ভেতরের ৫ নম্বর রোডে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে সেখানে গিয়ে সেটি উদ্ধার করা হয়। ওই যুবকের গলায় গামছা প্যাঁচানো। নাকমুখে রক্ত মাখা রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর সেখানে ফেলে গেছে ঘাতকরা। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিমসহ পুলিশ কাজ করছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদরহটি মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ