জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার দলের নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারে যান। বুধবার বিকেলে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহমর্মিতা ও সহানুভূতি জানানোর জন্যই জাকের পার্টির নেতৃবৃন্দকে পাঠান।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামালকে সঙ্গে নিয়ে ভস্মীভূত বঙ্গবাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের কাছে যান। সান্ত্বনা জানান। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে জাকের পার্টির চেয়ারম্যানের দুঃখ ও বেদনার কথা তুলে ধরেন। সকলকে ধৈর্য ধারণের আহ্বান এবং মনোবল অটুট রাখার তাগিদ জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির মহাসচিব বলেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ক্ষতিগ্রস্ত ৫ হাজার ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার মাধ্যমে সকলকে পুনর্বাসিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে যথাযথ তদন্ত নিশ্চিত করারও আহ্বান জানান।পরে জাকের পার্টির মহাসচিব নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের চেয়ারম্যানের দেওয়া ইফতার সামগ্রী উপস্থিত ব্যক্তিদের হাতে তুলে দেন।
এর আগে জাকের পার্টি নেতৃবৃন্দ কর্তব্যরত ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তাদের আন্তরিক দায়িত্বশীল ভূমিকার জন্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের শুভেচ্ছার কথা জানান।
বিডি প্রতিদিন/এমআই