৮ মে, ২০২৩ ১৪:৪২

বরিশালে বন্ধ দোকানের বাইরে আটকে আগুনে পুড়িয়ে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বন্ধ দোকানের বাইরে আটকে আগুনে পুড়িয়ে
ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নতুন বাজারে গভীর রাতে বন্ধ মুদি দোকানের বাইরে আটকে অগ্নিসংযোগ করে ভেতরে থাকা ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাজারের ৬টি দোকান পুড়ে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে অঙ্গার সাগর চন্দ্র পাল (২৫) নামে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনসহ স্থানীয়দের। এ ঘটনার বিচার দাবি করেন তারা। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ কর্মকর্তারা। নিহত সাগর পাল ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা নওরোজ আলম জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাক চিৎকার শুনে বাজারে ছুটে গিয়ে দেখেন সাগর পালের দোকানে আগুন জ্বলছে। তার দোকান বাইরে থেকে তালাবদ্ধ। সাগর দোকানের ভেতরে বাঁচার আকুতি করছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের ধারেকাছেও যেতে পারেনি কেউ। চোখের সামনে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে পাশের দোকানে। ততক্ষণে আগুনে পুড়ে অঙ্গার হয় সাগর। 

আগুনে পুড়ে যাওয়া ফার্মেসি মালিক আরিফুর রহমান জানান, বাজারে আগুনের খবর পেয়ে ছুটে গিয়ে দেখেন দাউ দাউ করে পুড়ছে সবকিছু। খবর পেয়ে প্রথমে বেতাগী এবং পরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ হওয়ার আগেই ৩টি মুদি, ১টি ফার্মেসি এবং ওষুধেরসহ মোট ৬টি দোকান পুড়ে যায়। এতে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সাগরকে পরিকল্পিতভাবে হত্যা করতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করতে পারে বলে সন্দেহ তাদের। এ ঘটনার বিচার দাবি করেন সাগরের বাবা-মাসহ স্থানীয়রা। 

এদিকে এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার। তিনি বলেন, সাগরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর