১১ মে, ২০২৩ ১৯:২৪

মহানগর আওয়ামী লীগের সমাবেশ শনিবার

অনলাইন ডেস্ক

মহানগর আওয়ামী লীগের সমাবেশ শনিবার

প্রতীকী ছবি

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (১৩ মে) রাজধানীর মিরপুর ১০ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ মে শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে সমাবেশে অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর